Site icon Jamuna Television

রিয়ালের সাথে চুক্তি নবায়ন করছেন না রোনালদো!

রিয়াল মাদ্রিদের সাথে নতুন করে চুক্তি নবায়ন না করার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টটেনহ্যামের বিপক্ষে হারের পর কাতারভিত্তিক সংবাদ মাধ্যম বেলএন স্পোর্টসের কাছে দেয়া সাক্ষাতকারে এমনটাই বলেছেন এই পর্তুগিজ তারকা।

এখনও রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির ৪ বছর বাকি আছে সিআর সেভেনের। এরপর আর ক্লাবটির সাথে কোন চুক্তিতে যাবেন না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। তবে, গুঞ্জন রয়েছে চুক্তির আর্থিক অঙ্ক বাড়াতেই এমন ঘোষণা দিয়েছেন এই পর্তুগিজ। ইতিমধ্যে বার্সেলোনা ছেড়ে নেইমার বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছেন আর মেসিও নতুন চুক্তি অনুযায়ী ক্লাব থেকে বাড়িয়ে নিয়েছেন আর্থিক অঙ্ক। রিয়াল মাদ্রিদকে গেল ২ মৌসুম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ রাখেন ফিফা বর্ষসেরা এই ফুটবলার। এবারের মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে ৬ গোল করে ফর্মে রয়েছেন রোনালদো।

Exit mobile version