Site icon Jamuna Television

ডাকসু নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ব্যস্ত প্রার্থীরা

আর পাঁচদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন। ক্যাম্পাসজুড়ে তাই এখন সাজসাজ রব। রাত দিন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের।

রাতে বৃষ্টি হওয়ায় আজকের প্রচার প্রচারণা একটু দেড়িতেই শুরু হয়। ক্যাম্পাসে শুরুতেই প্রগতিশীল ছাত্রজোটের প্রার্থীদের প্রচারণায় নামতে দেখা যায়। তারা ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছাত্রলীগ, ছাত্রদলও তাদের প্রচার প্রচারণা শুরু করেছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলকারীরাও রয়েছেন মাঠে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও প্রচার প্রচারণায় তুলে ধরছেন নিজেদের ভাবনা। চাইছেন ভোট।

Exit mobile version