Site icon Jamuna Television

শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেলিনা আক্তার (৩৫) নামের এক কারখানা শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেছেন। এতে আগুনে প্রায় চারটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে এঘটনা ঘটে।

নিহত কারখানার শ্রমিক সেলিনা, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামে নুরুল হকের কন্যা। স্থানীয় একটি জুতা তৈরি কারখানায় চাকরি করতো।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল আমিন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাইপে লিকেজ থাকায় আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পরে কক্ষ ভস্মীভূত হয়। পরে বিস্ফোরিত অবস্থায় সিলিন্ডারটি উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান উজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version