Site icon Jamuna Television

নতুন ভেন্যুতে কথা বলবেন অরুন্ধতী রায়

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবীদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ছবিমেলা-২০১৯ এর সকল প্রস্তুতি বন্ধ করার পর জরুরি ভিত্তিতে নতুন ভেন্যু ঠিক করেছে আয়োজকরা। আগের সময়েই (আজ সন্ধ্যা ৬টা) কথা বলবেন বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়।

মঙ্গলবার দুপুরে ছবিমেলার ওয়েবসাইটে এক ‘জরুরি নোটিশ’-এ বলা হয়, আগের ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত মেলা এবং অরুন্ধতী রায়ের অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করার পর নতুন ভেন্যুতে কথা বলবেন তিনি।

নতুন ভেন্যুর ঠিকানা হচ্ছে– মিডাস সেন্টার (১১ তম তলা), বাড়ি নম্বর ৫, রোড নম্বর ১৬ (পুরানো রোড নং ২৭) ধানমন্ডি।

গত ২৮ ফেব্রুয়ারি নগরীতে শুরু হওয়া এশিয়ার সবচেয়ে বিখ্যাত ফটোগ্রাফি উৎসব ছবি মেলাশেষ হবার কথা ছিল আগামীকাল ৬ মার্চ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম কাজল বলেন, আয়োজকদের নিরাপত্তার কারণে তাদের নির্ধারিত কর্মসূচি বন্ধ করতে বলা হয়েছিল।

Exit mobile version