Site icon Jamuna Television

রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ, আগুনে দগ্ধ গৃহবধূ

বগুড়া ব্যুরো
বগুড়ায় রান্না ঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে মারাত্মক দগ্ধ হয়েছেন এক নারী। মঙ্গলবার শহরের নিশিন্দারা মধ্য পাড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধ নারী সালেহা বেগম ওই এলাকার আবদুস সাত্তারের স্ত্রী।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে সালেহা রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কক্ষে। সারা শরীরে আগুন লাগার পর সালেহা বাইরে বেরুবার চেষ্টা করলে আগুন ছড়িয়ে পড়ে পাশের কক্ষগুলোতেও। স্থানীয়রা সালেহাকে উদ্ধার করতে পারলেও ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে ভস্মীভুত হয়।

দগ্ধ সালেহাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সালেহার শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বালু ব্যবসায়ী স্বামী আবদুস সাত্তারের মৃত্যুর পর উপশহর বাজারে একটি চায়ের দোকান চালিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে নিশিন্দারার ওই ভাড়া বাড়িতে থাকতেন সালেহা বেগম।

Exit mobile version