Site icon Jamuna Television

হিন্দুধর্ম নিয়ে বিদ্বেষীমূলক মন্তব্য: পাকিস্তানে মন্ত্রী বরখাস্ত

হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফৈয়াজুল হাসান চোহান । শেষপর্যন্ত এর জেরেই মন্ত্রিত্ব থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন চোহান।

একটি সাংবাদিক সম্মেলনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করে তিনি বলেছিলেন হিন্দুরা গোমূত্র খাওয়া জাতি। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আনেন তার দল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রী ইমরান খানকে অনেকে আহ্বান জানান তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফির তরফ থেকে জানানো হয়েছে, পঞ্জাব সরকারের তরফ থেকে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছে । কোনও ধর্মের প্রতি বিদ্রুপ বা বিদ্বেষকে বরদাস্ত করা হবে না কারণ সহিষ্ণুতার উপর বিশ্বাস করে পাকিস্তান।

Exit mobile version