Site icon Jamuna Television

যশোরে শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, যশোরঃ
যশোরে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত মাদক ব্যবসায়ী শামীম (৩০) নিহত হয়েছে। বুধবার ভোরে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় একটি ওয়ান শুটারগান, ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত শামীম শহরতলীর খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দুইদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ চলছে। ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ সনাক্ত করেছে নিহত ওই যুবকের নাম শামীম। সে খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা জড়িত। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Exit mobile version