Site icon Jamuna Television

চকবাজারের অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ১১ মরদেহের পরিচয় শনাক্ত

চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ জনের মরদেহের পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত হয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, ১১ টি দগ্ধ মরদেহের মধ্যে দুইজন নারী ও নয়জন পুরুষ । নারী দুজনের একজন নাম ফাতেমা জহুরা ও অন্যজন নাসরিন জাহান। বাকি ৮ জনের মরদেহ শনাক্তের প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে সিআইডি। শনাক্ত হওয়া ১১ জনের মরদেহই আজ স্বজনদের কাছে হস্তান্তর করবে কর্তৃপক্ষ। এর আগে আগুনের ঘটনায় নিখোঁজদের স্বজনের স্যাম্পল নেয় সিআইডি। গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহট্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭১ জন মারা গেছেন।

এর আগে ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়।

Exit mobile version