Site icon Jamuna Television

সুলতান মনসুর এবং মোকাব্বির খানকে আগাম শুভেচ্ছা: মাহবুবুল আলম হানিফ

সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় গণফোরামের সুলতান মনসুর এবং মোকাব্বির খানকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যারা শপথ নেয়ার সিদ্ধান্ত নেননি তাদেরও ভোটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সকালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমান্নয়ে উন্নতির দিকে জানিয়ে আওয়ামীলীগের এ নেতা জানান, সব ঠিক থাকলে আগামী সপ্তাহে তার বাইপাস সার্জারি হবে।

হানিফ বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির মানববন্ধনের বিষয়ে দলটির রাজনৈতিক এজেন্ডা নেই, বরং অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা কর্মসূচি দিচ্ছে। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামির চিকিৎসার সিদ্ধান্ত কারা-কতৃপক্ষই নেবে।

Exit mobile version