Site icon Jamuna Television

বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, কারণ কার্যকর গণতন্ত্র ছাড়া কোন দেশের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস।

বারিধারায় ডিক্যাব টকে এসব বলেন তিনি। কথা বলেন রোহিঙ্গাসহ চলমান বিভিন্ন সংকট নিয়েও। বলেন, মানসিকতার পরিবর্তন না হলে আনান কমিশন রিপোর্ট বাস্তবায়ন করেও লাভ হবে না। ৩ দফায় উদ্যোগ নিয়েও নিরাপত্তা পরিষদের মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব আনতে না পারা, জাতিসংঘের ব্যর্থতা। তবে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘ সর্বাত্মক সহায়তা করবে বলেও জানান তিনি। এই প্রসঙ্গেই রবার্ট ওয়াটকিনস বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো দরকার। তিনি বলেন, হোলি আর্টিজান হামলার পর জঙ্গিবাদের ভয়াবহতা অনুধাবন করতে পেরেছে বাংলাদেশ। জঙ্গিবাদ মোকাবেলায় সরকার সঠিক পথে আছে বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version