Site icon Jamuna Television

দুয়েকদিনের মধ্যে কাদেরের লাইফ সাপোর্ট খোলা হবে: মেডিকেল বোর্ড

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

আজ বুধবার দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ ব্রিফকালে এ কথা জানান।

ডা. ফিলিপের বক্তব্যের আলোকে মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাংলাদেশের গণমাধ্যমের কাছে তুলে ধরেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক আবু নাসার রিজভী।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটারগুলো দিন দিন ভালোর দিকে যাচ্ছে।”

“উনার কিডনি এখন খুব স্ট্যাবল আছে। ইনফেকশন অনেক কমে গেছে। ব্লাডটোন এখন ১২ হাজারে চলে এসেছে, ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট খুব ভালো আছে”

ডা. রিজভী বলেন, মেডিকেল বোর্ড আগামী দু-এক দিনের ভেতর উনার যে আর্টিফিশিয়াল ডিভাইসগুলো (লাইফ সাপোর্ট) আছে, সেগুলো খুলে ফেলার চিন্তা করছেন। হয়তো কালকে কিছু খুলে ফেলবেন এবং আগামী শুক্রবার বাকিগুলো হয়তো খুলে ফেলা হতে পারে।

Exit mobile version