Site icon Jamuna Television

৮ মার্চ অনুষ্ঠিত হবে ডুফা-ওয়ালটন সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট

আগামী শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশ নেবে ডুফার ঢাকা অঞ্চলের ৬টি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠে দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ’৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ডুফা।

অংশগ্রহণকারী ছয়টি দল হচ্ছে—বনশ্রী এভেঞ্জার্স, রমনা রাইডার্স, উত্তরা লায়নস, মিরপুর টাইগার্স, খিলগাঁও ডাইনামাইটস ও শের এ মোহাম্মদপুর।

টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি থাকবেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম কুমার সরকার।

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে থাকবে ওয়ালটন, ঈগলু, ড্যানিশ, মি. নুডলস, টেস্টি ট্রিট, অরভিল এগ্রো কেমিক্যালস লিমিটেড, জেড অ্যান্ড কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং হেলথ পার্টনার অলওয়েল বিডি লিমিটেড।

Exit mobile version