Site icon Jamuna Television

গুরুদাসপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং ওসি সেলিম রেজাকে তিন দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ফ্যাক্সের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এসে পৌঁছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে এমন প্রদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

গুরুদাসপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা নানা কারণে বিতর্কিত। তারা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে নৌকার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে কাজ করেছেন। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানের বেশ কিছু ছবিসহ তিনি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তারা প্রত্যাহারের সত্যতা স্বীকার করেছেন।

Exit mobile version