Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক সকাল সাতটায় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর দলের সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

পরে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ৭ই মার্চের ভাষণ থেকেই বাঙালি জাতি স্বাধীনতার মূল দিকনির্দেশনা লাভ করে। জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার আহ্বানও জানান তিনি। ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে জানিয়ে হানিফ আবারও জানান, এক সপ্তাহের মধ্যে তার বাইপাস সার্জারি করা হতে পারে।

Exit mobile version