Site icon Jamuna Television

পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

রোমাঞ্চকর ম্যাচে রোমেলু লুকাকুর জোড়া গোলে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে পোর্তোর কাছে ৩-১ গোলের হারে বিদায় নিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা।

পার্ক ডি প্রিন্সে ম্যাচের দুই মিনিটেই গোল হজম করে পিএসজি। গোল করেন লুকাকু। তবে দশ মিনিট পরই হুয়ান বেনার্তের গোলে সময়তায় ফেরে স্বাগতিকরা। বিরতির আগে লুকাকুর দ্বিতীয় গোলে আবারও লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রথম লেগের খেলায় গোল ব্যবধানে এগিয়ে থাকায় তখনও শেষ আটে যাওয়ার সম্ভাবনা ছিল পিএসজির। তবে ম্যাচের শেষ মুহূর্তে ভিএআর এর কল্যাণে কপাল খোলে রেড ডেভিলদের। প্রেসনেলের হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করেন রাশফোর্ড। দু’লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৩-৩। তবে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় কোয়ার্টার ফাইনাল উঠে ম্যানচেন্টার ইউনাইটেড। প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল পিএসজি।

Exit mobile version