Site icon Jamuna Television

রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মেট্রো রেল প্রকল্পের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য গ্যাস সরবারহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীন চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সে এলাকাগুলো হলো- চুনকুটিয়া, সুভাড্ডা, হাসনাবাদ, ইকুরিয়া, মিরেরবাগ, পার-গেণ্ডারিয়া, কালিগঞ্জ ও এর আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহক আজমত আলী পেপার্স মিলসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

Exit mobile version