Site icon Jamuna Television

ধর্ষণের পর আগুন দিতে গিয়ে নিজেই পুড়ে মরলো ধর্ষক

পশ্চিমবঙ্গের মালদা জেলায় এবার ধর্ষণের শিকার এক নারীর হাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলো ধর্ষক।

পুলিশ জানায়, এক মহিলাকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে মারতে গেল ভুক্তভোগী নারী সেসময় তাকে জড়িয়ে ধরে রাখে, এর ফলে ধর্ষক নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

ধর্ষণের শিকার সেই মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন তার হাত ও মুখ পুড়ে গেছে।

ভুক্তভোগী ওই নারী বলেন, লোকটি আগে থেকেই তাকে উত্যক্ত করতো। গত সোমবার সন্ধ্যায় বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে সে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার শরীরে আগুন লাগিয়ে দিলে তিনি ধর্ষককে শক্ত করে জড়িয়ে ধরে থাকেন।

পুলিশ বলে, স্থানীয় লোকজন তার ঘরে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে প্রবেশ করে। সেসময় তারা তাদের দুজনকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়।

প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ধর্ষকের মৃত্যু হয়।

ধর্ষনের শিকার ঐ মহিলা একজন বিধবা ও তার তিনটি কন্যা রয়েছে। ঐ মহিলা মালদার মানিকচক থানা এলাকায় সুবাস কলোনীতে থাকতেন।

Exit mobile version