Site icon Jamuna Television

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা ও প্রতিবেশী নারীকে ধর্ষণের দায়ে ১ ব্যক্তির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে বিজয় নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অপর এক মামলায় প্রতিবেশী এক নারীকে ধর্ষণের দায়ে একই আসামীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

পৃথক দুটি মামলায় বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। আসামী বিজয় এ সময় এজলাসে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, জেলার ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় সজনেতলা এলাকার সাহাবুল হোসেনের ছেলে বিজয় ২০১৪ সালের ০৯ সেপ্টেম্বর স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার ঘটনার পর ববিতার পিতা কালু মালিথা থানায় মামলা দায়ের করেন।

এছাড়া ২০১৩ সালের ২৪ মার্চ প্রতিবেশী এক নারী মোকারিমপুর ইউনিয়ন পরিষদে চাউল আনতে যায়। চাউল নিয়ে বাড়ি ফেরার পথে আসামী বিজয় জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী নিজেই বাদি হয়ে ভেড়ামারা একটি থানায় মামলা দায়ের করেন।

Exit mobile version