Site icon Jamuna Television

উপজেলা নির্বাচনেও কমিশনের নির্দেশনা মতো কাজ করবে পুলিশ: আইজি জাবেদ পাটোয়ারী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও আগের মতোই নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কাজ করবে পুলিশ। এমনটাই জানিয়েছেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, থানাকে মানুষের সেবা ও আশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে কাজ করছেন তারা। সেবা নিতে এসে কেউ যাতে দুর্ভোগের শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

Exit mobile version