Site icon Jamuna Television

বাজারে এসেছে নতুন ১০০ টাকার নোট

নতুন ধরনের ১০০ টাকার নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংক। শতভাগ কটন কাগজে ভার্নিশযুক্ত ১০০ টাকা মূল্যমানের নোটটি আজ থেকে পাওয়া যাচ্ছে। এই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য বেশ সুদৃঢ়। নোটের স্থায়ীত্ব বেশি এবং ময়লা কম হবে।

এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। পুরানো নোটও সচল রেখেছে বাংলদেশ ব্যাংক।

আগ্রহী অনেকে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে সারাদেশে নতুন এই নোট পাওয়া যাবে।

Exit mobile version