Site icon Jamuna Television

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হইনি: সুলতান মনসুর

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হইনি বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হওয়া সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে সংসদে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন।

এর আগে, বেলা সাড়ে ১১টায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর। পরে বিকালে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

এদিকে, শপথ নিয়েই সন্ধ্যায় সংসদে যান সুলতান মনসুর। তিনি বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে বসেন।

Exit mobile version