Site icon Jamuna Television

সদরঘাটে নৌকাডুবি: একই পরিবারের ৬ জন নিখোঁজ

ঢাকা সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিঁখোজ রয়েছেন। এছাড়া লঞ্চটির পাখার আঘাতে দুই পা বিচ্ছিন্ন হওয়া পরিবারের অপর এক সদস্যকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নৌপুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

কামরাঙ্গিরচর থেকে শাহজালাল মিয়া ও তার পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকা দিয়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভী-৭ লঞ্চের পিছন দিকের ধাক্কায় তাদের তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

এসময় লঞ্চের পিছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহল টিম শাহজালালকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়।

নিঁখোজ সদস্যরা হলেন শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের দুই মেয়ে মীম ও মাহি। নিঁখোজ অন্যরা হলেন শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু সন্তান। নিখোঁজের পর থেকে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিঁখোজ হওয়া পরিবারটির লঞ্চে করে শরীয়তপুর যাওয়ার কথা ছিলো।

Exit mobile version