Site icon Jamuna Television

কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় নেই প্রিয়াংকা গান্ধী

লোকসভা নির্বাচন সামনে রেখে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো ভারতের প্রধান বিরোধী দল- কংগ্রেস। সেখানে সোনিয়া ও রাহুল গান্ধীর নাম থাকলেও নেই প্রিয়াংকা গান্ধি। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় গুজরাটের চারজন প্রার্থী আর উত্তরপ্রদেশের ১১ জন প্রার্থীর নাম দেখা যায়। তার মধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি তার বর্তমান আসন আমেথি থেকেই লড়াই করবেন। অন্যদিকে, তার মা এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধিও লড়াই করবেন তার কেন্দ্র রায়বেড়েলি থেকে। ২০০৪ সাল থেকেই এই আসনে জয়ী হয়ে আসছেন তিনি। তবে, তালিকায় নাম নেই প্রিয়াংকা গান্ধি ভদ্রের।

গেলো মাসেই, সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন তিনি। পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন। এর আগে রাজনৈতিক মহলে চর্চা চলছিলো, সোনিয়া অসুস্থ থাকার কারণে তার আসনে লড়াই করতে পারেন মেয়ে প্রিয়াংকা। এবার উত্তর প্রদেশের ৮০টি আসন থেকেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস।

Exit mobile version