Site icon Jamuna Television

বৃষ্টিতে ভেসে গেলো ওয়েলিংটন টেস্টের প্রথম দিন

বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্ট। তবে ওয়েলিংটনে আকাশ ভেঙে তুমুল বেগে বৃষ্টি ঝরছে। বৃষ্টির বাগড়ায় প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। প্রথম দিন পরিত্যক্ত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস।

তিনি বলেন, প্রথম দিনে খেলা না হওয়া হতাশার। এই টেস্টে টস গুরুত্বপূর্ণ। সেই সাথে দ্বিতীয় দিনে পেসারদের দাপট বেড়ে যাবে।

এর আগে, টানা বৃষ্টির কারণে ভেন্যুতে কোনো দলের ক্রিকেটারদের দেখা যায়নি। অবশ্য বাংলাদেশ কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলটকে মাঠে দেখা গেছে।

সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারের পর প্রথম টেস্টেও একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। দলের অভিজ্ঞ বেশ ক’জন ক্রিকেটার চোটাক্রান্ত। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড।

Exit mobile version