Site icon Jamuna Television

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘ঢাকা ওমেন্স ম্যারাথন’

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ঢাকা ওমেন্স ম্যারাথন। টানা চতুর্থবার অনুষ্ঠিত হলো নারীদের এই প্রতিযোগীতা। ম্যারাথনটি এভারেস্ট একাডেমি ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের যৌথ আয়োজন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণীপেশার সাড়ে ৪ শতাধিক নারী অংশ নেন। সকাল সাড়ে ৬টায় রাজধানীর হাতিরঝিলের এফডিসি মোড় থেকে দৌঁড় শুরু হয় ১০ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথন। পুরো হাতিরঝিল প্রদক্ষিণ শেষে এফডিসি মোড় হয়ে গুলশান ১ সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পয়েন্টে শেষ হয়।

Exit mobile version