Site icon Jamuna Television

কর ফাঁকির অভিযোগে ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপককে ৪৭ মাসের কারাদণ্ড

কর ফাঁকি এবং ব্যাংক জালিয়াতির অপরাধে ৪৭ মাসের কারাদণ্ড দেয়া হলো ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট’কে। বৃহস্পতিবার, ভার্জিনিয়ার আদালত এ রায় দেন।

ম্যানাফোর্টের বিরুদ্ধে অভিযোগ- ইউক্রেনে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করার পর, কর ফাঁকি দিতে লাখ লাখ ডলার গোপন করেছেন তিনি। আগামী সপ্তাহে, তার বিরুদ্ধে আনা অপরাধের শাস্তি শোনাবেন আদালত।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে তিনি ট্রাম্পের হয়ে তদবির করেছিলেন- রয়েছে এমন অভিযোগ। শুনানিতে, ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট বলেন- নিজের কৃতকর্মের জন্য তিনি লজ্জিত; অতীত অপরাধের পরিণাম ভোগ করছেন এখন।

গেলো ৯ মাস যাবৎ, ভার্জিনিয়ার জেলে সাজা ভোগ করছেন তিনি। এদিকে, বিশেষ কৌসুলি রবার্ট মুয়েলারের ২২ মাসের তদন্তও শেষের দিকে। যে কোন প্রকাশ করা হতে পারে প্রতিবেদন।

Exit mobile version