Site icon Jamuna Television

ভারতীয় বিমান ভূপাতিতকারী দুই পাকিস্তানি পাইলটের পরিচয় প্রকাশ

স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দীকি (বামে), উইং কমান্ডার নোমান আলী খান (ডানে)

কাশ্মির ইস্যুতে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলায় পাকিস্তান কর্তৃক ভারতীয় দুইটি যুদ্ববিমান ভূপাতিত করার নেপথ্যের পাইলটদের পরিচয় প্রকাশ করলো পাকিস্তান বিমান বাহিনী।

এর মাঝে একজন স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দীকি ও অপরজন উইং কমান্ডার নোমান আলী খান। অবশ্য এর আগেই হাসান সিদ্দীকির নাম ‍সোস্যাল মিডিয়ায় আলোচিত হয়েছিল।

এরআগে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান দেশটির বিমান বাহিনীর একটি অপারেশন ঘাটি পরিদর্শন করতে এসে প্রথমেই বিমান বাহিনীর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিমান ভূপাতিতকারী দুই পাইলটের নাম প্রকাশ করে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version