Site icon Jamuna Television

ভারতের আরও একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত

ফের ভেঙে পড়ল মিগ ২১ যুদ্ধবিমান৷ শুক্রবার একটি রুটিন মিশনে বেরিয়েছিল বিমানটি৷ রাজস্থানের বিকানেরের কাছে নালে ভেঙে পড়ল মিগ ২১ যুদ্ধবিমান৷ পাইলট অক্ষত রয়েছেন৷ বিপদ বুঝে তিনি প্যারাশ্যুট নিয়ে ঝাঁপ দেন৷

ইতিমধ্যে বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রুটিন মিশনে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। কোথায় দুর্ঘটনা হয়েছে সেই জায়গা খুঁজে বের করা হয়েছে।

আহত দুই চালককে সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। রাজস্থানের শোভাসারে ভেঙে পড়ে মিগ ২১ যুদ্ধবিমানটি৷ নিরাপদে অবতরণ করেছেন দুই পাইলট৷ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ৷

এর আগে গত সপ্তাহে পাকিস্তান দাবি করে ভারতের দুটি মিগ-২১ ভূপাতিত করেছে তারা। ভূপাতিত একটি যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে আটকের পর তাকে মুক্ত করে দেয় পাকিস্তান।

Exit mobile version