Site icon Jamuna Television

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামি নিহত

খুলনার দৌলতপুর থানা এলাকায় মাদক মামলার আসামি মিরাজুল ইসলাম মিরাজ (২৭) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর কৃষি কলেজ মাঠে ডাকাত দলের সহযোগী ও পুলিশের মধ্যকার বন্দুকযুদ্ধে মিরাজ মারা যায়। মিরাজ চুরি-ডাকাতি ও মাদকের ১০ মামলার আসামি, দাবি পুলিশের।

এর আগে নগরীর সেনপাড়া এলাকায় শুক্রবার বিকালে মিরাজকে আটক করা হয়েছিল। নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। পুলিশের দাবি, নিহত মিরাজ মাদক মামলার আসামি।

পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যায় সেনপাড়া এলাকা থেকে মিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। এসময় ওৎ পেতে থাকা মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালালে আহত হয় মিরাজ। তাকে খুলনা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version