Site icon Jamuna Television

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক আইডি হ্যাকড

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভেরিফাইড ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম নিশ্চিত করেছেন।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেয়া হয়। শুক্রবার দিবাগত রাত ৩টা ২২ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে বলা হয়, গতকাল থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্যারের ভেরিফাইড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। গতকালের পর থেকে এই পেজে প্রকাশিত যেকোনো স্ট্যাটাস নসরুল হামিদের বক্তব্য নয়। সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Exit mobile version