Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, কথা বলতে পারছেন তিনি

ওবায়দুল কাদেরের কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সব যন্ত্রপাতি খুলে দেয়া হয়েছে; দু-একদিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত ৫ সদস্যের মেডিকেল টিম শনিবার সকালে ব্রিফিং করে। এরপরই, গণমাধ্যমকে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

বলা হয়, ওবায়দুল কাদের বর্তমানে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারছেন। তাঁর রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশনও নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোন সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে কয়েকদিনের মধ্যে তাঁকে কেবিনে নেয়া হবে।

Exit mobile version