Site icon Jamuna Television

সদরঘাটে নৌকাডুবিতে আরও চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় আজ এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন নিখোঁজ।

সকাল ৮টা থেকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও বিআইডব্লিউটিএ। প্রথমে এক শিশুর মরদেহ উদ্ধার হয়। পরে আরও দুই শিশুসহ তিনজনের লাশ মেলে। এর আগে গতকাল এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নৌকা করে সদরঘাট টার্মিনালে আসে দুর্ঘটনা কবলিতরা। বরিশালগামী একটি লঞ্চের সাথে ধাক্কা লেগে ডুবে যায় তাদের বহনকারী নৌকাটি। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

Exit mobile version