Site icon Jamuna Television

শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত ডাকসু ও হল সংসদের প্রার্থীরা

আর মাত্র একদিন পরেই ডাকসু নির্বাচন। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের প্রার্থীরা।

সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্ররা। হাতে সময় কম থাকায় সকাল সকাল প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ না পাওয়ার অভিযোগ করেছেন অনেক প্রার্থী। এদিকে আজ ১৫ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিট, আধুনিক লাইব্রেরি, ছাত্রী হলে প্রবেশের সময় রাত ১১টা, ওয়াইফাই চালু ও ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে সংগঠনটি।

১১ মার্চের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ৪৩ হাজারের বেশি শিক্ষার্থী। ডাকসু’র ২৫ পদে ২২৯ ও ১৮ হল সংসদে ৫০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল ৮টায় শেষ হবে আনুষ্ঠানিক প্রচারণা।

Exit mobile version