Site icon Jamuna Television

পটুয়াখালীতে ইয়াবাসহ দম্প‌তি আটক

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকা থে‌কে ১৫শ’ পিচ ইয়াবাসহ এক দম্প‌তি আটক ক‌রে‌ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতর। আজ দুপুর সা‌ড়ে বা‌রোটার দি‌কে এ অ‌ভিযান চালা‌নো হয়।

আটককৃতরা হ‌লেন, পুরানবাজার মু‌দি ব্যবসায়ী প‌রোশ চন্দ্র সাহা (৫৫) ও তার স্ত্রী পূ‌র্নিমা চন্দ্র সাহা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অ‌ধিদপ্ত‌র পটুয়াখালী ক সা‌র্কে‌লের জেলা প‌রিদর্শক আবু রেজা মে‌হে‌দি হাসান জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে  দুপু‌রে পুরান বাজার এলাকায় অ‌ভিযান চালা‌নো হয়। এসময় প‌রে‌শের বাসায় তল্লাশি ক‌রে কা‌লো টেপ মোড়া‌নো দু‌টি জ্যা‌মি‌তি ব‌ক্স উদ্ধার করা হয়। প‌রে প‌রে‌শের স্বীকা‌রো‌ক্তি অনুযায়ী ওই জ্যা‌মি‌তি ব‌ক্সের ম‌ধ্যে ১৫শ’ পিচ ইয়াবা পাওয়া যায়। এঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে প‌রে‌শের স্ত্রী পূ‌র্নিমাকেও আটক করা হয়।

তি‌নি আ‌রো জানান, প‌রেশ ও তার স্ত্রী দীর্ঘ‌দিন ধ‌রে গোপ‌নে মু‌দি ব্যবসার পাশাপা‌শি ইয়াবা ব্যবসা ক‌রে আস‌ছিল।

অ‌ভিযা‌নে অন্যান্য‌দের মধ্যে আ‌রো যারা অংশ নেন তারা হ‌লেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিদর্শক খন্দকার জাফর আহ‌মেদ, সহকারী উপ-প‌রিদর্শক জিএম হা‌ফিজুর রহমান প্রমূখ।

 

Exit mobile version