Site icon Jamuna Television

মাদারীপুরে হত্যা, বিস্ফোরকসহ ১১ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে মোঃ আবু তাহের হাওলাদার-(৪৬) নামের এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছেন মাদারীপুর র‌্যাব-৮। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ ১১টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় হত্যা ও বিস্ফোরক মামলাসহ ১১টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেফতার করা হয়। পরে তাকে কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আবু তাহের জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের আচমত আলী হাওলাদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, আসামি আবু তাহের হাওলাদারকে থানায় হস্তান্তর করছেন র‌্যাব।

Exit mobile version