Site icon Jamuna Television

ডাকসুতে ভোটগ্রহণ হবে অস্বচ্ছ ব্যালট বাক্সে

দেশের সব নির্বাচনে স্বচ্ছ প্লাস্টিকের ব্যালট বাক্স ব্যবহার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে তার ব্যতিক্রম হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করেছে।

নির্বাচন আয়োজনের সাথে সংশ্লিষ্ট একজন শিক্ষক জানিয়েছেন, নির্বাচনে স্টিলের বাক্সই ব্যবহৃত হবে। আগেও এই বাক্সগুলোই ব্যবহার হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে স্টিলের তৈরি এ ধরনের বেশ কয়েকটি বাক্স রাখা হয়েছে। আগামী ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে স্থাপন করা ভোটকেন্দ্রে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী এসব বাক্সে ব্যালট পেপার জমা করবেন।

নির্বাচনে একাধিক প্রার্থী জানিয়েছেন, অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের ব্যাপারে তারা আগে থেকে কিছুই জানতেন না।

Exit mobile version