Site icon Jamuna Television

বিশ্বে সবচেয়ে বয়স্ক নারী ‘কানে টানাকা’

বিশ্বে সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পেলেন জাপানের নারী ‘কানে টানাকা’। তার বয়স ১১৬ বছরেরও বেশি। গিনিসে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাকে এই স্বীকৃতি দেয়। শনিবার তার হাতে তুলে দেয়া হয় এ সনদ। এসময় উপস্থিত ছিলেন তার পরিবারের অনান্য সদস্যরা।

১৯০৩ সালের ২ জানুয়ারি জাপানের ফুকুয়াকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। দু’দুটো বিশ্বযুদ্ধ ও রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক জাপানের উত্তরণ প্রত্যক্ষ করেছেন ‘কানে টানেকা’। এখনও তিনি দিব্যি চলাফেরা করতে পারেন। বিশ্বে সবচেয়ে বেশি বয়সের রেকর্ডটি আছে ফ্রান্সের জেনি কালমেন্ট-এর। ১৯৯৭ সাথে মৃত্যুর সময় তার বয়স ছিল ১২২ বছর ১৬৪ দিন।

Exit mobile version