Site icon Jamuna Television

জাপানে তিমির সঙ্গে জাহাজের সংঘর্ষে আহত ৮০

জাপানের নিগাতাপ্রদেশে শনিবার মধ্যরাতে সাগরে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে বিশাল এক তিমির ধাক্কায় অন্তত ৮০ যাত্রী আহত হয়েছেন।

সাদো স্টিম শিপ কোম্পানির দ্রুত গতিসম্পন্ন হাইড্রোফয়েল জাহাজটি নিগাতা বন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে সাদো দ্বীপে ফিরছিল। খবর জাপান টুডে, বিবিসি ও এনএইচকে।

জাহাজটি জেট ইঞ্জিনের সাহায্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। তিমির সঙ্গে সংঘর্ষে জাহাজটির একটি হাইড্রোফয়েল উইং ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ২১২ যাত্রী ও চার ক্রু ছিলেন। তাদের মধ্যে ৮০জন আহত হয়েছেন। অন্তত ১৩ জন গুরুতর আঘাত পেয়েছেন।

জাহাজের চালক জানান, সমুদ্রযানটিতে তিমির আঘাতে ছয় ইঞ্চি একটি ফাটল তৈরি হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

এক বিবৃতিতে চালক যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছেন, জাহাজটির সঙ্গে কোনো একটি সামুদ্রিক জীবের সংঘর্ষ হয়েছে।

বছরের এ সময়টিতে জাপান সাগরের ওই অঞ্চলে মিঙ্কি এবং হাম্পব্যাক জাতের তিমির আনাগোনা দেখা যায়।

Exit mobile version