Site icon Jamuna Television

শাড়ির আঁচলে জায়গা পেলো ভারতীয় পাইলট অভিনন্দন!

ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনকে নিয়ে এবার শাড়ি তৈরি করলেন ভারতের সুরাটের এক কাপড় ব্যবসায়ী। এই ব্যতিক্রম শাড়ি তৈরি করে অন্নপূর্ণা ডাইং মিল।

মিলের মালিক মনিষ আগারওয়াল জানান, পাইলট অভিনন্দনের সাহসের সম্মান জানানোর জন্য এরকম শাড়ি তৈরি করা হয়েছে।

এদিকে শাড়িতে আঁচলের দিকে রয়েছে পাইলট অভিনন্দনের ছবি। এছাড়া কাশ্মীরের পাহাড়সহ বনের গাছের ফাঁকে মিগ ১৬ ছবিও রয়েছে।

এরআগে পাকিস্তানের হাতে আটকের পর মুক্তি পাওয়া ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানের বাহারি গোঁফের অনুকরণে ভারতজুড়ে গোঁফ রাখার হিড়িক পড়ে। পাইলট অভিনন্দনের মতো করে গোঁফ রাখাটাকেও এক রকম দেশপ্রেম হিসেবেই দেখেন অনেকে।

গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী গুলিতে অভিনন্দনের যুদ্ধবিমান ভূপাতিত হলে তাকে আটক করে সেনাবাহিনী। এরপরে অভিনন্দনকে ১ মার্চ ভারতে ফেরত পাঠায় পাকিস্তান।

Exit mobile version