Site icon Jamuna Television

ডাকসু নির্বাচনের দিন চালু থাকবে বিশ্ববিদ্যালয় পরিবহন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন যথা নিয়মে চালু থাকবে বিশ্ববিদ্যালয় পরিবহন। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক কামরুল হাসান।

তিনি বলেন, বাইরের শিক্ষার্থীরা যাতে ভোট দিতে আসতে পারেন সেজন্য পরিবহন চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্যাম্পাসে বহিরাগত কোন যানবাহন চলতে পারবে না।
অফিস সূত্র জানায়, ১৪টি রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল করে।

উল্লেখ্য, প্রায় ২৯ বছর পর আগামীকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version