Site icon Jamuna Television

নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরীর ‘এডমিরাল’ পদে পদোন্নতি

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ‘এডমিরাল’ পদে পদোন্নতি লাভ করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে এডমিরাল র‍্যাংক পড়ানো হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‍্যাংক পড়িয়ে দেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তার সাফল্য কামনা করেন। এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এর আগে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version