Site icon Jamuna Television

ইউরোপের পর এবার এশিয়ায়ও ‘বিষাক্ত ডিম’!

ইউরোপের ১৫টি দেশের পর এবার এশিয়া মহাদেশের বাজারে মিললো ক্ষতিকারক ডিমের সন্ধান। পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে ২৬ সেপ্টেম্বর জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় কমিশন।

দূষিত ডিম ছড়িয়ে পড়ার জন্য এক দেশ অন্য দেশকে দায়ী করার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটির খাদ্য নিরাপত্তা বিভাগ।
ইতোমধ্যে নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের বেশ কিছু ডিম উৎপাদনকারী খামার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ইউরোপীয় কমিশনভূক্ত দেশগুলো ছাড়াও সুইজারল্যান্ড ও হংকংয়ে ক্ষতিকারক ডিম ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ফ্রান্সের খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জনসচেতনতা না থাকায় এরই মধ্যে দু’লাখ বিষাক্ত ডিম খেয়েছেন দেশটির মানুষ।

মূলত, ডাচ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বিষাক্ত রাসায়নিক- ফ্যাপ্রোনিল সম্বলিত ডিম। এর প্রভাবে মানবদেহের কিডনি, লিভার ও থাইরয়েড গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়। এ থেকে জন্ম নিতে পারে বিভিন্ন রোগ।

/কিউএস

Exit mobile version