Site icon Jamuna Television

‌‘১৫৭ যাত্রীর কেউ বেঁচে নেই’

১৪৯ যাত্রী ও ৮ ক্রু নিয়ে ইথিওপিয়ার বিধ্বস্ত বিমানের কেউ আর বেঁচে নেই বলে মনে করছে বিমান কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মূখপাত্র বলেছেন, বিমানে থাকা কেউ আর বেঁচে নেই বলে আমাদের মনে হচ্ছে। তিনি আরও জানান, ফ্লাইটটিতে মোট ৩৩ দেশের নাগরিকরা ছিলেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। আজ রোববার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ‘বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আট ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ছাড়ার কিছু সময়ের মধ্যেই স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, এ বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের স্বজন ও আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Exit mobile version