Site icon Jamuna Television

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোটগণনা। সকাল ৮টায় ৭৮ উপজেলায় একযোগে ভোট নেয়া শুরু হয়। দিনের প্রথমভাগে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়তে থাকে সে সংখ্যা। পুরুষের পাশাপাশি প্রায় সব কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিচ্ছিন্ন এবং অপ্রীতিকর দুএকটি ঘটনা ছাড়া দিনভর নির্বাচন ছিল শান্তিপূর্ণ। সিরাজগঞ্জ সদরে ভোট জালিয়াতির অভিযোগে আটক করা হয় এক সহকারী প্রিজাইডিং অফিসার। অনিয়মের অভিযোগে কুড়িগ্রামে ভোট স্থগিত করা হয় বেশ কয়েকটি কেন্দ্রে। এছাড়া অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের কিছু কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। হবিগঞ্জের একটি কেন্দ্রে বাতিল করা হয়েছে ভোটগ্রহণ।

Exit mobile version