Site icon Jamuna Television

ভিসিকে ৭ দফা দাবি দিলেন চার প্যানেলের ভিপি-জিএসরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৭ দফা দাবি দিয়েছে চার প্যানেলের ভিপি-জিএসরা।

আজ বিকাল পৌনে চারটার দিকে প্রার্থীরা ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের সাথে দেখা করে এ দাবিগুলো জানান।

দাবিগুলো হলো— ভোট গ্রহণের সময় চার ঘণ্টা বাড়ানো, অবাধ ভোট গ্রহণের সুযোগ তৈরি করা, স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া, পর্যবেক্ষকদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, হলে ব্যালট পেপার রাতেই না পাঠানো এবং প্রতিটি রুটে সকাল থেকে ১০টা বাস দেওয়া।

চার প্যানেলের ভিপি-জিএসরা হলেন- কোটা সংস্কার আন্দোলনের ভিপি প্রার্থী নুরুল হক নুর ও জিএস প্রার্থী রাশেদ খান, স্বতন্ত্র স্বাধিকার পরিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান, বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী ও স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণী সেমন্তি খান, ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর।

তবে দাবির বিষয়ে সন্তোষজনক উত্তর না পেয়ে ভিসির কার্যালয়ের সামনে প্রতিবাদে কিছুক্ষণ অবস্থান করেন প্রার্থীরা।

এসময় তারা ‘মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ, ছাত্রসমাজ মানবে না’, ‘রড হাতুড়ির জবাব দিন, ১১ তারিখ সারাদিন’, ‘নীল নকশার নির্বাচন, ছাত্র সমাজ মানবে না’ ইত্যাদি স্লোগান দেন।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version