Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন: ভোট দিতে হবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ভোট দেবেন ৪২ হাজার ৯২৩ জন। ১৮টি হলে ৫০৮টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন শিক্ষার্থীরা।

এমসিকিউ পদ্ধতিতে ভোট দিতে হবে শিক্ষার্থীদের। প্রতি ভোটার দুটি ব্যালট পাবেন। একটি ডাকসুর অন্যটি হল সংসদের। ডাকসুর ব্যলটে ২৫টি পদের বিপরীতে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর ও হল সংসদে ১৩টি পদের একইভাবে প্রার্থীদের ব্যালট নম্বর ও নাম থাকবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নামের পাশে চর্তুকোণ ঘরে ক্রস চিহ্ন এঁকে ভোট দেবেন।

এভাবে ৩৮টি ভোট দিতে পারবে একজন শিক্ষার্থী। ভোট দেয়া শেষ হলে ব্যালট পেপারটি ভাঁজ করে নির্ধারিত বাক্সে রেখে দিতে হবে।

আগামীকাল সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে ভোট কেন্দ্রের ভেতর কোন ভোটার থাকলে তিনিও ভোট দিতে পারবেন।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version