Site icon Jamuna Television

বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শুরু হয়েছে বহুল প্রতিক্ষিত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

প্রত্যেকটি হলের সামনে জড়ো হয়েছে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। নিজেদের পছন্দের প্রার্থীদের ভোটে দিতেই মূলত তারা জড়ো হয়েছে। আশা করছে এই ডাকসু নির্বাচন তাদের তাদের সকল অধিকার আদায়ে সহযোগিতা করবে। ঐতিহ্যগত রীতি মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে বসেছে কেন্দ্র। প্রতি ১২০ জন ছাত্রের বিপরীতে তৈরি করা হয়েছে ১ টি করে বুথ। সকাল ৮টায় শুরু ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত । শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ চলবে বলে আশা করছেন কতৃপক্ষ।

Exit mobile version