Site icon Jamuna Television

সিলমারা ব্যালট উদ্ধার; কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত

প্রায় দীর্ঘ ৩ দশকের প্রতীক্ষার পর সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের শুরুতেই কুয়েত মৈত্রী হলে ভোট কারচুপির অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে শিক্ষার্থীরা ভোট গ্রহণ স্থগিত চাচ্ছে না। তারা সুষ্ঠু ভোটের দাবি নিয়ে বিক্ষোভ করছেন।

সকালে, সুর্নিদ্দিষ্ট সময়ে ভোট দিতে গেলে সাধারণ শিক্ষার্থীরা দেখতে পান, লাইব্রেরি এবং রিডিং রুমের পাশ থেকে বেশ কিছু বস্তা বের করে নেয়া হচ্ছে। তারা সেসব খুলে যাচাই করতে গেলে, বাধা দেন কর্তৃপক্ষ। বস্তা খুলে পাওয়া যায় একটি নির্দিষ্ট প্যানেলকে ভোট দেয়া বিপুল পরিমাণ ব্যালট পেপার। এগুলো হাতে নিয়ে, হলের গেট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা। তাদের মূল দাবি, স্থগিত নয় বরং আজই সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হোক।

চিফ রিটানিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান জানান, কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কখন আবার ভোট গ্রহণ করা হবে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

Exit mobile version