Site icon Jamuna Television

বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ১ জন, আহত অন্তত ১৫ জন।

ধর্মগঞ্জ এলাকায় গতরাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ কর্মকর্তারা জানান, কেরানীগঞ্জ থেকে নারী ও শিশুসহ ৫১ জনকে নিয়ে যাত্রীবাহি একটি ট্রলার নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি মাঝ নদীতে পৌঁছলে সদরঘাট থেকে ছেড়ে আসা তাকওয়া নামে একটি মাটিবাহি ট্রলার যাত্রীবাহি ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে আহত হয় অন্তত ১৫ জন। এখনও সঞ্জয় নামে একজন নিখোঁজ রয়েছে।

Exit mobile version