Site icon Jamuna Television

হলের সামনে ভোটারদের দীর্ঘ সারি, লাইন এগুচ্ছে না

চলছে বহুল প্রতিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। প্রত্যেকটি হলের সামনে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। হলে হলে রয়েছে ভোটারদের দীর্ঘ সারি। একজন ভোটার একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক্ষণ

ভোটারদের দাবি, লাইনে অনেক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ধীর গতিতে চলছে ভোট গ্রহণ।

অনেক প্রার্থী দাবি করেছেন, ক্ষমতাসীন দলের ভোটাররা ইচ্ছে করেই ভিতরে দেরি করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, শিক্ষকরা আমাদের সঙ্গে যথেষ্ট আন্তরিক। কিন্তু প্রধান সমস্যা, লাইন এগোচ্ছে না। যে কারণে আমাদের ভোটররা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারছে না।

অনিক বলেন, আমরা এখনও শঙ্কায় আছি। আমরা যে নির্ভরতার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে চাই, সেই জায়গা এখনও তৈরি হয়নি।

এদিকে সরজমিনে দেখা গেছে বেগম সুফিয়া কামাল হলের ভোটারদের লাইন সচিবালয় পর্যন্ত চলে গেছে। প্রত্যেকটি হলের সামনে দীর্ঘ সারি দেখা গেছে।

Exit mobile version